সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে অটোরিকশা ভাড়া করার জেরে সুমন মিয়া (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার হোসেন (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে নারায়ণগঞ্জ জেলার রপগঞ্জ থানার মুড়াপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন পলাশ উপজেলার জয়নগর গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকারে পর থেকে সে আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর তাকে পলাশ থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ, গত ১০ মার্চ সোমবার বিকালে জয়নগর এলাকার হিমেল নামের এক যুবক ও তার সহযোগীরা একটি অটোরিকশা ভাড়া নিয়ে ডাঙ্গা বাজারের দিকে চাইলে চালক যেতে রাজি হননি। পরে একই এলাকার মুকুল মিয়া নামের একজন তার অসুস্থ মাকে কবিরাজের কাছে নিয়ে যেতে অনুরোধ করলে অটোচালক নিয়ে যেতে রাজি হয়। এতে সেখানে থাকা হিমেল ক্ষিপ্ত হয়ে অটোচালক ও মুকুলের সাথে তর্কবিতর্কে জড়ায়। এক পর্যায়ে মুকুলকে দেখে নেয়ার হুমকি দেয় হিমেল ও তার সহযোগীরা।
এই জেরে একইদিন রাত ৮টার দিকে ছুরি, ছেনিসহ দেশিয় অস্ত্র নিয়ে মুকুলের বাড়িতে যায় একদল সন্ত্রাসী। এসময় মুকুল ঘর থেকে বের না হলেও ঘটনা দেখতে আসেন প্রতিবেশী রাজমিস্ত্রি আলম মিয়া ও তার ছেলে সুমন মিয়া।
এসময় তাদেরকে মুকুলের লোকজন ভেবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্বজন ও স্থানীয়রা পিতাপুত্রকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পুত্র সুমনকে মৃত ঘোষণা করেন এবং পিতা আলমকে গুরতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠায় চিকিৎসক। পরে নিহতের পরিবার বাদী হয়ে পলাশ থানায় হত্যা মামলা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.