মালিকুজ্জামান কাকাঃ যশোর শহরের শংকরপুরে অবস্থিত সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু বা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ ধরা পড়েছে।
এই রোগ শনাক্ত হওয়ার পর ১৪ মার্চ রাতে খামারের ২,০৭৮টি মুরগি নিধন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক। তবে বিষয়টি দেরিতে জানাজানি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, ১৩ মার্চ খামারটিতে প্রথমবারের মতো বার্ড ফ্লুর অস্তিত্ব শনাক্ত করা হয়। এরপর বিশেষজ্ঞ দল পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক জানান, এটি লো প্যাথোজেনিক বার্ড ফ্লু, যা মানবদেহে সংক্রমিত হওয়ার আশঙ্কা খুবই কম।
তিনি আরও জানান, খামারিদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মুরগির খামারে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.