নবীগঞ্জ প্রতিনিধি: হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(রহঃ)এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত নবীগঞ্জ উপজেলার বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসা শাখার রামাদ্বান মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ২৮ শে মার্চ শুক্রবার বিকেলে বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসায় মাসব্যাপী এ কুরআন প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসার দারুল কিরাত পরিচালনা কমিটির নাজিম মাওলানা হাফিজ ক্বারি আবু জাফর রুমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ক্বারি এম হাসান আলী।
প্রধান ক্বারি হাফিজ মাওলানা শাহীনুর রশীদ তালুকদার, দারুল কিরাতের সহকারি শিক্ষক ক্বারি মাহিবুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান, ক্বারি আব্দুল মাজিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজি আলাউদ্দিন, রেজাক উল্লাহ, হাজি তায়িদুর রহমান, গ্রীস প্রবাসী আব্দুল কদ্দুস, বিশিষ্ট সমাজসেবক আবু হুরায়রা মামুন, রুনু মিয়া, আব্দুল কাইয়ুম, কমরু মিয়া, আবুল খায়ের সুমন, আব্দুল খালিক, আমীর উদ্দিন, আব্দুল কালাম, জিলু মিয়া, বশির মিয়া, নবীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব সোহেল চৌধুরী, ক্বারি আব্দুল হান্নান চৌধুরী, ক্বারি আলাল মিয়া, ক্বারি মামুন মিয়া, ক্বারি মোছাঃ তাহমিনা আক্তার প্রমুখ
মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা হাফিজ ক্বারি শাহিনুর রশীদ তালুকদার। দোয়াতে এলাকার সকলের জন্যে বিশেষ করে মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারী-ক্বারীয়া, কমিটির সকলের জন্যে এবং দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়।
পরিশেষে শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এবং দারুল কিরাতের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply