রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি ( ncp) উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ ও সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
২৯ শে মার্চ (শনিবার) বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার হলরুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সুলতানুস সালেহীনের সঞ্চালনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ মোসাদ্দেকুর রহমান মানিক।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, এনসিপির কেন্দ্রীয় সদস্য হিবজুর রহমান বকুল, মশিউর আমিন শুভ, এনসিপির যুব উইং কেন্দ্রীয় সংগঠক মোসাদ্দেকুর রহমান, পৌর জামাতের আমির আব্দুল মতিন, ইসলামী আন্দোলনের আমির আব্দুল মজিদ, অ্যাডভোকেট মুস্তাক আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছিল। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণ করা হয়েছে। দেশে আইনের শাসন ছিল না, গুম-খুন-নির্যাতন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল।
প্রায় দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ যাতে পুনর্বাসন না হতে পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ শেরপুরের নালিতাবাড়ীতে ফেসবুকের ‘হা হা’ রিঅ্যাক্টকে কেন্দ্র করে বাল্যবন্ধুর হাতে কলেজছাত্র খুন
Leave a Reply