মোঃ শাকিল আহামাদ স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহীতে তুবা ফাউন্ডেশনের দরিদ্র তহবিলের পক্ষ থেকে গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
শনিবার ২৯ মার্চ বিকেল তিনটায় তুবা ফাউন্ডেশনের কার্যালয় থেকে ঈদ উপহার দেওয়া হয়। তাদের কার্যালয় রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কলোনি জামে মসজিদের পেছনে তুবা মাদ্রাসা থেকে এগুলো বিতরণ করা হয়। ঈদ উপহারে ছিলো সেমাই, চিনি, ও ব্রয়লার মুরগি, এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় প্রতিষ্ঠানটি প্রায় ৭০ টি গরিব অসহায় পরিবারকে এসব ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।
ঈদ উপহার বিতরণ শেষে দরিদ্র ফাউন্ডেশনের সহকারী পরিচালক আসাদুজ্জামান আসাদ বলেন, এবার আমরা ৭০ টি গরিব অসহায় পরিবারের মাঝে কিছু ঈদ উপহার ও আর্থিক সহযোগিতা প্রদান করি। আমরা ভবিষ্যতে আরো বড়সড় পরিসরে ঈদ সামগ্রী অসহায় গরিবদের মাঝে বিতরণ করার চেষ্টা ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে এই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা ও পরামর্শ দিয়ে তোমার দরিদ্র তহবিলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন তুবা-দরিদ্র ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ জামিল রহমান মিঠু, মোঃ আরমান আলী,মোঃ ইসরাফিল হোসেন, মোঃ জামিলুর রহমান তুষার, মোঃ সিফাত, মোঃ শামীম, সহ তুবা ফাউন্ডেশনের পরিচালনায় তুবা হাফিজিয়া কারিআনা মাদ্রাসার ছাত্ররা।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে শতাধিক পরিবারের মাঝে ৫ টাকায় ব্যাগভর্তি ঈদ বাজার
Leave a Reply