দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মকির চরে পানিতে ডুবে আয়েশা সিদ্দিকা নামেন৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মার্চ ) দুপুরে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মকিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ মকিরচর হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা পল্লী চিকিৎসক নজরুল ইসলামের দ্বিতীয় মেয়ে।
জানা গেছে, শনিবার দুপুরে শিশু আয়েশা সিদ্দিকা সবার সাথে বাড়ির পাশে সুতার (মিস্ত্রী) মারা বিলে মাছ ধরতে যায়।
সবার অজান্তে বিলের মাঝখানে গভীর গর্তের পানিতে পড়ে যায়।
সবার দৃষ্টিগোচর না হওয়ায় উপস্থিত স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে সানন্দবাড়ী উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আব্দুর রহিম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডোবাই মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
এতে শোক প্রকাশ করে চরআমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন - আল্লাহ শিশুটিকে জান্নাতের মেহমান করবেন ও নিহতের পরিবারের লোকজনকে শান্তনা দেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.