পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী
পুত্র নেশা পান করা নিয়ে তর্কের জের ধরে পিতাকে খুন করেছে নেশাখোর পুত্র। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাঁইদগাও বৈদ্যের পাড়া এলাকায়।
গত ২৮ মার্চ পিতার অর্ধগলিত লাশ সেপ্টি ট্যাংক থেকে উদ্ধার করার পর গতকাল (শনিবার) ঘাতক পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত পিতার নাম নুরুল হক ও তার ঘাতক পুত্রের নাম বাবলু।
জানা যায়, নুরুল হক (৫৫) ভাঙ্গারী মালের ব্যবসা করত। তার ছেলে বাবলু নেশা পান করে পরিবারে উৎশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। গত ২৪ মার্চ রাত প্রায় ১০টায় বাবলু (২৩) আইয়ুব আলী ও বাছা নামের দুইজনকে নিয়ে ঘরের ভিতর নেশা পান করে। রাত ১১টায় নেশা পানের বিষয়ে পুত্র বাবলুর সাথে পিতা নুরুল হকের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বাবলু তার পিতা নুরুল হক কে ধাক্কা দিয়ে ঘরের মেঝের উপর ফেলে দেয়। এ সময় পিতাকে হত্যা নিশ্চিত করার জন্য ইট দিয়ে মেরে মাথা থেতলে দেয়। পিতার মৃত্যু হলে তার লাশ টানাহেচরা করে বাড়ীর পিছনে প্রতিবেশী আবুল কালামের বাথরুমের ট্যাংকির ভিতরে ফেলে দেয়। গত শুক্রবার ট্যাংকি থেকে দুর্গন্ধ বের হলে ট্যাংকির ঢাকনা খুললে নুরুল হকের লাশ তার মেয়ে পিংকি শনাক্ত করেন।
পটিয়া থানার ওসি আবু জায়েদ নাজমুন নুর জানান, ঘাতক পুত্র বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা কথা স্বীকার করেছে।
আরও পড়ুনঃ বকশীগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ দুই পরিবারের মাঝে ঈদ উপহার
Leave a Reply