মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। শহরের ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি এমএ আব্দুল মতিন মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: দেলোয়ার হোসেন, গেস্ট অব অনার জেলা বিএনপির সহ-সভাপতি মো: মুরাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বিতরণকালে ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সুধিজন উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সুবিধাবঞ্চিত কয়েকশ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, এর আগেও সংগঠনের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করা হয়।
ঠাকুরগাঁওয়ে এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত’র ঈদ উপহার চাল বিতরণ
এসএসসি-২০০০ ঠাকুরগাঁও কিংবদন্তী বন্ধুবৃত্তের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ ইপহার হিসেবে চাল বিতরণ করা হয়। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাল্টিপারপাস হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
“বন্ধুরা সব পাশে আছি, অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানে এসএসসি-২০০০ ঠাকুরগাঁও কিংবদন্তী বন্ধুবৃত্তের আয়োজনে বিতরণকালে উপস্থিত থেকে উপহার সামগ্রী হিসেবে চাল সুবিধাভোগীদের হাতে তুলে দেন কিংবদন্তী বন্ধুবৃত্ত গ্রæপের প্রতিষ্ঠাতা শারমিন আক্তার, রিয়াজ, আজিজার, আঁখি, ২০০০ ফোরামের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমুদ জাভেদ, এ্যাড. সানজানাসহ অন্যান্য সদস্যগণ।
এ সময় এসএসসি-২০০০ ঠাকুরগাঁও কিংবদন্তী বন্ধুবৃত্তের পক্ষ থেকে পৌর শহরের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়।
Leave a Reply