পটিয়া ( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী: চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন নাইখাইন সর্দারপাড়ায় সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাইশ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে বাংলাদেশ বৌদ্ধ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন।
২৯ মার্চ শনিবার নাইখাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এদের মাঝে মশারী,লুংগী, গামছা, বিছানার চাদর,আটা ও সয়াবীন তৈল বিতরন করে।
এসময় উপস্থিত ছিলেন বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব সীমাজু বড়ুয়া, পটিয়া উপজেলা কমিটির সভাপতি শৈবাল বড়ুয়া,সহ সভাপতি রিপন বড়ুয়া,সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া টিপু,ধর্মীয় সম্পাদক কীর্তনিয়া তাপস বড়ুয়া,সহ অর্থ সম্পাদক নীতিষ বড়ুয়া,সহ প্রচার সম্পাদক আকাশ বড়ুয়া, সহ শিক্ষা সম্পাদক জুয়েল বড়ুয়া,সদস্য সনজয় বড়ুয়া,পলাশ বড়ুয়া গ্রামবাসীদের পক্ষে সাবেক শিক্ষক সুজিত বড়ুয়া,মিখুন বড়ুয়া,জীবক বড়ুয়া,চিরঞ্জিত বড়ুয়া, শরন বড়ুয়া প্রমুখ।
বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন পটিয়া উপজেলা কমিটির ভাতৃপ্রতিম মানবিক সংগঠন ঢাকার চিরঞ্জীবি- নিপুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী জুয়েল বড়ুয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, অভিভাবকদের মাঝে থ্রিপিচ,শাড়ী বিতরণ করেন।
উল্লেখ্য যে তাদের বসত ভিটায়, থাকার মতো অর্থ বিত্ত না থাকায় সরকারী উদ্যোগ তাঝদের গৃহনির্মাণ করে দেবার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিযেছে।
Leave a Reply