পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে ১০ দিন ব্যপী ঈদ খাদ্য সামগ্রী বিতরণের সমাপনী অনুষ্ঠান কমভাগ্যবান মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়েছে।
আজ ৩০ মার্চ পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কার্যক্রম এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি এন্ড ডিএনই এপে: মোরশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে: সৈয়দ মিয়া হাসান,ন্যাশনাল এনইএস এপে: লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার জুনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট ৩ এর সেক্রেটারি এপে : আরিফ খান,সাবেক সেবা পরিচালক এপে: হাবিবুর রহমান, সার্জন এট আমর্স এপে: এস এম আবু হেনা প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স ক্লাব অব পটিয়া মাহে রমজানে খাদ্য সামগ্রী বিতরণ, কোরআন শরিফ বিতরনসহ কমভাগ্যবান মানুষের জন্য নানা আয়োজন করে মানবিক দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন আজ তার সমাপ্তি হয়েছে।
সমাজ পরিবর্তনে এ ধরনের মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
ভবিষ্যতে আরও বেশি বেশি সেবা কার্যক্রম পরিচালনা করতে ক্লাবের প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরে দু:স্ত মানুষের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
আরও পড়ুনঃ নগর ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরন
Leave a Reply