মুহাম্মাদ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ,সরকারি পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ, দিনাজপুর ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল ফিতর আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মানবিক মূল্যবোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ আমাদের মঙ্গল কামনা, সহানুভূতি এবং একতার বার্তা বহন করে। আমি সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি, ঈদ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করবে এবং শান্তির আগমন ঘটাবে।”
তিনি আরও বলেন, “ঈদ হলো পরস্পরের প্রতি সহানুভূতি প্রকাশের সময়, যেখানে আমরা একে অপরের সুখ-দুঃখে অংশীদার হই। আসুন, এই ঈদে আমরা একে অপরকে সহায়তা করি এবং সকলের জন্য শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জীবন কামনা করি।”
এডভোকেট মোঃ রেজাউল ইসলাম সকলের জন্য সুস্থতা, সমৃদ্ধি এবং শান্তিপূর্ণ জীবন কামনা করেছেন এবং ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক এমনটি প্রত্যাশা করেছেন।
ঈদ মোবারক!
আরও পড়ুনঃ চাঁদ রাতে নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১, আহত-১০
Leave a Reply