তানিম আহমেদ নালিতা বাড়ি প্রতিনিধিঃ শেরপুর, নালিতাবাড়ী, ৩০ মার্চ ২০২৫: “ঈদের আনন্দ হোক সবার” – এই মহান স্লোগানকে বুকে ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার, একদল উদ্যমী যুবক ব্যক্তিগত উদ্যোগে এবং দাতাদের সহায়তায় এসব পরিবারের বাড়িতে গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে নালিতাবাড়ীর কিছু উৎসাহী যুবক ঈদ উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ভাগ করে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের এই মহতী উদ্যোগে বিভিন্ন হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠান সহায়তা প্রদান করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। স্বেচ্ছাসেবী যুবকদের অক্লান্ত পরিশ্রমে রবিবার উপজেলার বিভিন্ন প্রান্তে অসহায় ও দুস্থ অর্ধশতাধিক পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য যেমন – চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, সেমাই, লবণ এবং গুঁড়ো দুধ। এছাড়াও কাপড় কাচার অপরিহার্য উপকরণ হুইলও উপহারের তালিকায় ছিল।
অপ্রত্যাশিত এই উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফুটে ওঠে। তারা যুবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আছিয়া নামের একজন বয়স্ক নারী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ঈদের দিনে ভালো কিছু খাওয়ার চিন্তা ছিল না। এদের দেওয়া উপহার পেয়ে খুব খুশি হয়েছি। আল্লাহ যারা দিয়েছে তাদের দীর্ঘজীবী করুক।”
এই উদ্যোগের অন্যতম প্রধান সমন্বয়ক আমানুল্লাহ আসিফ জানান, “প্রতি বছরের ন্যায় এবারও সকলের সহযোগিতায় আমরা কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত। যারা আমাদের এই কার্যক্রমে সহায়তা করেছেন, তাদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা আশা রাখি, সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হবো।”
যুবকদের এই মানবিক উদ্যোগ নালিতাবাড়ী এলাকায় ঈদের প্রাক্কালে এক উষ্ণ ও সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটানোই এই তরুণদের প্রধান লক্ষ্য, যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
Leave a Reply