মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামে বৈদ্যুতিক মিটার থেকে আগুন লেগে গত শনিবার রাতে তিনটি বাড়ি পুড়ে যায়।
এতে ক্ষতিগ্রস্ত হয় তিনটি পরিবার, খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা আজ রবিবার বেলা ১১ টায় বাঙ্গাবাড়ি ইউনিয়নে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন।
এছাড়াও স্থানীয় প্রশাসন থেকে টিনের বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ও আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাসুম সহ আরো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply