সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে ‘গণপিটুনির’ পর প্রতিবাদ জানাতে যাওয়া দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভাগদী এলাকায় এ হত্যার ঘটনা ঘটে বলে জানান পলাশ থানার ওসি মনির হোসেন।
নিহত দুই ভাই সাকিব মিয়া (২০) ও রাকিব মিয়া (২৬) পলাশ উপজেলার করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, করতেতৈল এলাকার হিমেল নামের একজনকে সোমবার সকালে চোর সন্দেহে পিটুনি দেয় পার্শ্ববর্তী ভাগদী এলাকার কিছু লোক।
এ ঘটনার প্রতিবাদ জানাতে সন্ধ্যার পর করতেতৈল এলাকার সহোদর ৮রাকিব ও সাকিবসহ কিছু লোকজন ভাগদী এলাকায় যায়। সেখানে দুই পক্ষের লোকজনের তর্কবিতর্কের এক পর্যায়ে গণপিটুনিতে আহত হয় সহোদর সাকিব ও রাকিব।
খবর পেয়ে গুরতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। পরে সাকিবকে নরসিংদী সদর হাসপাতালে এবং রাকিবকে ঢামেকে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
তবে নিহতদের স্বজনদের দাবি ‘চাঁদা না দেয়ায়’ ভাগদী এলাকার সন্ত্রাসীরা দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক সুদ্বীপ কুমার সাহা বলেন, “একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাদের শরীরে রক্তাক্ত জখমের চিহ্ন দেখা গেছে।”
ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান এই চিকিৎসক।
পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে। ”
আরও পড়ুনঃ কুড়িগ্রামে সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে সিন্ডিকেট ষড়যন্ত্রের শিকার এক ব্যাংক কর্মকর্তা
Leave a Reply