মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
শৈলকূপা উপজেলা ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ১৯৮৬ এর ঈদপুনর্মিলনীও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মলবার সকাল ১০ টায় অনুষ্ঠানটি শুরু হয় ফুলহরি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে। অনুষ্ঠানে শুরুতে সকলে মিলে বন্ধুদের আড্ডা, ক্যাপ ও টিকে শার্ট পরিধান, এবং আনন্দ র্্যালি।শ্রদ্ধয় স্যারদের আসন গ্রহণ, চাই বিরতি, পবিত্র কোরআান পাঠ ও গিতাপাঠ, বন্ধুদের পরিচিত, পুন মিলনী প্রবন্ধ পাঠ,বর্তমান প্রধান শিক্ষকের বক্তব্য, শ্রদ্ধেয় শিক্ষকদের সন্মাননা টেস্ট প্রদান, ফটোসেশন,সমাপনী বক্তব্য, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে খাওয়া দাওয়া পর সংস্কৃতি অনুষ্ঠানে উপভোগ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি মোঃ আশরাফুল ইসলাম শিকদার (নান্নু) ও স্কুলের প্রধান শিক্ষক বাবু লক্ষ্মণ কুমার সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ সালে ব্যাচের… মোঃ গোলাম নবী,মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সোহরাব হোসেন, মোঃ আদালত হোসেন, মোঃ আলফাজ উদ্দিন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃআক্কাচ আলী, উওম কুমার,উৎপল কুমার,ধীমান বিশ্বাস, বিধান বিশ্বাস, বিলকিস (শিখা) মোঃ হাফিজুর রহমান মন্টু, জালাল, তারিফ হোসেন, মোঃ দিদার, গৌতম কুমার, হায়দার আলী, অশোক কুমার, মোঃ আব্দুল মান্নান, আঃ আওয়াজ,মোঃ আব্দুল আজিজ, মোঃ আমির হোসেন, প্রণব,অনুকূল,মোঃ মুকাদ্দেস হোসেন, তপন কুমার দে,সুজিত কুমার, নিখিল কুমার দে, সৈয়দ জিল্লুর রহমান, মোঃ আব্দুল সামাদ,মানোয়ার হোসেন, মোঃ সাজে দুর,মোছাঃ আফরোজা বুলবুল বেবি, কল্পনা রাণী, মোঃ ইসমাইল হোসেন, মোঃ রফিকুল ডাব্লিউ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ আবু তালেব, সুজিত,ফেরদৌস আরা, ঝর্ণা দে ঝুনু,মোঃ আইনউদ্দীন, মাসুম লস্কর, রবিউল ইসলাম, মোঃ মিজানুর রহমান, অজন্তা প্রমূখ।
এ সময় পিছনে অনাগত স্নৃতীতে অবিচল, আমরা বন্ধুত্বের বন্ধনে অনন্যা,এ-ই স্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচ১৯৮৬ সালে দীর্ঘ ৪০ বছর পর এই ঈদপুনমিলনী ও মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি সকলে সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এবং সকলেই ইচ্ছা পোষণ করেন ভবিষ্যৎতে যাতে এর থেকে আরো ভালো অনুষ্ঠান করা যায়। সেজন্য সকলে সহযোগিতা ও ভালো বাসা প্রয়োজন। বন্ধুত্বের বন্ধনে অটুট থাকুক চিরকাল সবার জীবন আনন্দ ও ভালো বাসায় স্মৃতি হয়ে থাক সকলের জীবনে।
আরও পড়ুনঃ ইসলামপুরে এসএনসি আদর্শ কলেজের ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা হয়েছে
Leave a Reply