পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনে গণ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।মিছিল শেষে বারোয়ারী চত্বরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, পৌর ছাত্র দলের আহ্বায়ক আর আই রকি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, যুবনেতা নয়ন প্রধান,ছাত্র নেতা নাজমুল হোসেন প্রমুখ। শেষে ইজরায়েলের প্রধান মন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ করা হয়।
আরও পড়ুনঃ লাকসামে কর্মী সম্মেলনে সেক্রেটারি জেনারেলের আগমন উপলক্ষে জামায়াতের স্বাগত মিছিল
Leave a Reply