রাশেদুল ইসলাম রনি :
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগান সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে মাদক,জুয়া ও বাল্যবিবাহ বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৮ এপ্রিল বিকেলে বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পৌর এলাকার চরকাউরিয়া মাঝপাড়া গ্রামে মাদ্রাসা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম ।
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুর ইসলাম তোতা, বকশীগঞ্জ দলীল লেখক সমিতির সাবেক খন্দকার আলী হাসান খোকা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাজেদ,৮ নং ওয়ার্ড বিট পুলিশং এর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি,সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ, সাবেক দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য নুর আলম, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’আদ আহম্মেদ রাজু, বকশীগঞ্জ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন,বাবু, লিমন সরকার সুজনসহ অনেকেই । সভায় বক্তারা সন্ত্রাস, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক নির্মূলে থানা পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। উঠান বৈঠক ও বিট পুলিশং সভায় স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গাজায় গনহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
Leave a Reply