আল কাদরি কিবরিয়া সবুজ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ-
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের এলজিএসপি-২ এর ২০১৪/১৫ অর্থবছরের বরাদ্দের নির্মাধীণ ব্রীজ ভেঙে জনসাধারণের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবদিন (মরিচাপুর) গ্রামের সাধারণ মানুষের আমলাগাছী হাটসহ শিক্ষা প্রতিষ্ঠানে, চলাচলের প্রধান রাস্তার ব্রীজটি দীর্ঘদিন থেকে ভেঙে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে।
বর্তমানে উক্ত রাস্তা দিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা, অটোভ্যানগাড়ি, মোটরসাইকেল, স্কুল শিক্ষার্থীসহ পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মরিচাপুর গ্রামের মানুষের আমলাগাছী হাটসহ বিভিন্ন স্থানে যাতায়াতে বর্তমানে চরম দুর্ভোগ পোহাচ্ছে। আর দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের মাচা দিয়ে দুর্ভোগ লাঘবের চেষ্টা করছে মাত্র।
এলাকাবাসী জানান, ব্রীজটি ভেঙে পরার পর স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের অবগত করা হলেও আজ অবধি তারা ব্যবস্থা গ্রহণ না করায় চরম দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের।
তারা দ্রুত ভেঙে পড়া ব্রীজটি পূর্ণ;নির্মাণ বা সংস্কার করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এবিষয়ে উক্ত ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বলেন, দ্রুত কালভার্টটি সংস্কারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এবিষয়ে বরিশাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।
Leave a Reply