সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রাম বাবু বর্মনঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
পুলিশ জানায়, হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে ছাত্র হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি ছিলেন। ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিশা হত্যা ও ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর হামলায় মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় স্থানীয় লোকজন হাবিবকে আটক করে। পরে তাকে ঢাকা শিল্পাঞ্চল থানায় সোপর্দ করা হয়। থানার পুলিশ বিষয়টি জয়পুরহাট সদর থানাকে জানালে, ডিবি পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাকে গ্রেফতার করে জয়পুরহাটে নিয়ে আসে।
গ্রেফতারকৃত হাবিবের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
Leave a Reply