মাসুদ রানা জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পিকনিকের চলন্ত বাসের জানালা দিয়ে বের করে রাখা মাথায় কাঠাল গাছের ডালের আঘাতে দশম শ্রেনীর শিক্ষাথীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর মোড়ে এ আর্কস্মিক দূঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস ও বাস চালক সহ দুই হেল্পার কে আটক করেছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেন।
বিদ্যালয় ও শিক্ষার্থী পরিবার সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের বনভোজনের জন্য গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য উদ্দ্যেগ গ্রহন করে বিদ্যালায় কর্তপক্ষ। পূর্ব নির্ধারিত তারিখ ও সময় মোতাবেক শনিবার বিদ্যালয় মাঠ থেকে সকাল সোয়া ৮টার দিকে শিক্ষাথীদের ২টি বাস ও শিক্ষকদের জন্য জন্য একটি হাইস গাড়ী সহকারে গাজীপুর সাফারী পার্কে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে উপজেলার কামরাবাদ ইউনিয়নের সোনাকান্দর এলাকায় পিকনিকের চলন্ত বাসে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের কারীগরী শাখার ১০ম শ্রেনীর শিক্ষার্থী রাশেদুল ইসলাম তার মাথাটি বাসের জানালা দিয়ে বের করলে রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের একটি ডালের সাথে শিক্ষার্থীর মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে ওই শিক্ষাথীকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে এবং এলাকায় চলছে শোকের মাতম।
নিহত শিক্ষাথী রাশেদুল ইসলাম সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সিদ্দিক এর ছেলে।
এ ব্যাপারে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মেধাবী শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর মৃত্যুতে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করছি। এটি নিয়ে এলাকায় ও শিক্ষা প্রতিষ্টানের সকলের মধ্যে শোকের মাতম চলছে। আমরা তার আন্তার মাগফিরাত কামনা করছি।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ইতিহাসের সবচেয়ে বড় মাহফিল
Leave a Reply