নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমান:
বোচাগঞ্জে ৩৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধারে পুলিশ, জেলার বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের একটি পুকুর থেকে ৩৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (দিবাগত রাত) ভোর ৪:১৫ মিনিটে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জাহিদ সরকারের নির্দেশে এসআই মহুবার রহমান, এএসআই কাওছারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। মূর্তিটি মৃত আনসার আলীর পুত্র জাহাঙ্গীর আলমের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,উদ্ধার হওয়া মূর্তির প্রকৃত মালিকানা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ চিরিরবন্দরে নতুন ভোটারের কর্মসূচি ছবি তোলার উদ্বোধন
Leave a Reply