মালিকুজ্জামান কাকা
যশোর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রেলগেটের তৃষ্ণা আক্তার ওরফে প্রিয়া ও তার মা শাহানারা বেগম ও ওরফে শাহানাজকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবির মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার রাতে শহরের ষষ্টিতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার রাতেই এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইঞা।
ডিবির ওসি জানান, প্রিয়া শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। তার একটি সংঘবদ্ধ মাদক চক্র রয়েছে। তারা জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করেন। এছাড়া তার মায়ের বিরুদ্ধেও রয়েছে চারটি মামলা। তাদের কাছথেকে ৩০০’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদেরকে নিয়ে রাতে অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুনঃ যশোর হাসপাতালে মানসিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপনের দাবিতে স্মারকলিপি
Leave a Reply