পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে নাইখাইন সর্দার পাড়া গতকাল
ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে রান্না সরঞ্জাম সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি নাইখাইন শাখার নেতৃবৃন্দ।
১০ মার্চ বিকেলে নাইখাইন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির প্রস্তাবিত সভাপতি দিদারুল আলম এর পারিবারিক অর্থয়ানে ২২ পরিবারের মাঝে রান্নার যাবতীয় সরঞ্জাম সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ সদস্য নাছির উদ্দীন, পটিয়া উপজেলা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সন্বয়কারী জাফরুল ইসলাম, জয়নাল আবেদীন আঙ্গুর, সাংবাদিক সেলিম চৌধুরী, ব্যাবসায়ী মোহাম্মদ আক্কাস, কবির আহমদ, বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রবিবার (৯ মার্চ) দুপুর একটার দিকে সর্দার পাড়া গ্রামে অগ্নিকান্ডে ২২ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা স্বর্ণালংকার সহ পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে আগুনে পুড়ে যাওয়া পরিবারগুলো দাবি করেন।
এ অগ্নিকান্ডে মিলন সর্দার, স্বপন সর্দার, স্বদেশ সর্দার, সুভাস, শ্যামল, শিবু, দীপু, রানা সর্দার, তপন, মন্না, রিপু, ইমন, শংকর সর্দার, সুব্রত সর্দার, সুবল সর্দার, রুবেল, গণেশ, খোকন, রিশু, কৃষ্ণা, বাবলা এবং শাপলা সর্দারের ঘর সম্পুর্ণ পুড়ে গেছে।
আরও পড়ুন চিরিরবন্দরে বিয়ের তিন দিন পর শ্বশুরবাড়িতে মিলল নববধূর লাশ, স্বামী আটক
Leave a Reply