তারিকুল ইসলাম তারা নিজস্ব প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট পল্লী চিকিৎসক শ্রী আদিল চন্দ্র রায় পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ১২ মার্চ বিকেল ৪টা ৩০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৭ বছর।
আদিল চন্দ্র রায় এর দাহ
শ্রী আদিল চন্দ্র রায় এলাকার একজন প্রথিতযশা চিকিৎসক ছিলেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি গরিব-দুঃখীদের সেবা দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১৩ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় চরনেওয়াজী এলাকার পশ্চিম পাশে নদীর তীরে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। শেষযাত্রায় তার পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজিবপুরের বিশিষ্ট ব্যক্তিরা। শ্রী আদিল চন্দ্র রায়ের আত্মার শান্তি কামনা করে সবার পক্ষ থেকে প্রার্থনা করা হয়েছে।
আরও পড়ুনঃ মালয়েশিয়ায় পাচারকালে ১৮ নারী-পুরুষ ও শিশুসহ রোহিঙ্গা উদ্ধার, এক দালাল আটক
Leave a Reply