মোঃ লিটন হোসেন জেলা প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় গলায় ছুরি ধরে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
ওই শিক্ষার্থীর অভিভাবক জানান,গত ৩ মার্চ দেবতলা গ্রামের আহতাফ কাজীর ছেলে রিপন কাজী তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এর কয়েকদিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তখন মেয়েটি বাসায় ঘটনাটি খুলে বলে।
মেয়েটি জানায়,এর আগেও রিপন তাকে একইভাবে কয়েকবার ধর্ষণ করেছে।
তখন এ কথা কাউকে না বলতে তাকে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়।
তিনি আরো জানান, লোকলজ্জার ভয়ে তাকে কুষ্টিয়ায় নিয়ে গিয়ে চিকিৎসা করাই।
পরে স্থানীয়দের সঙ্গে আলাপ-আলোচনা করে থানা পুলিশের দ্বারস্থ হয়েছি।
শৈলকুপা থানার পরিদর্শক শাকিল আহমেদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযুক্তকে আটকের জন্য আমরা অভিযান চালাচ্ছি।
এ ছাড়া ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক গ্রেপ্তার
Leave a Reply