তানিম আহমেদ নালিতাবাড়ি প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চেক জালিয়াতি মামলা, জোরপূর্বক মারধর করে প্রাণ নাশের চেষ্টা ও অর্থ ছিনতাই মামলা, মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিন বাজার বাসিন্দা দাদন ব্যবসায়ী রুপালী ইয়াছমিন নিকট হতে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমুন নাহার পারিবারিক প্রয়োজনে গহনা বন্ধক দিয়ে ধাপে-ধাপে ২,১৫,০০০/- ( দুই লক্ষ পনেরো হাজার) টাকা দাদন গ্রহণ করেন। পরবর্তীতে পাওনা টাকা পরিশোধ করে ফেললেও বাসা মালিক তোফাজ্জলের নিকট গচ্ছিত থাকা চেক দিয়ে শিক্ষিকা নাজমুন নাহারের নামে ১০,০০,০০০/- ( দশ লক্ষ ) টাকার চেক জালিয়াতি মামলা দায়ের করে।
রুপালী এবং কিছু দিন পরে চেক জালিয়াতি মামলায় আদালতে জমাকৃত চেকটি ছিনতাই করে নেওয়ার অভিযোগ এনে নাজমুন নাহারের স্বামী রুকুনুজ্জামান জুয়েলকে আসামী করে মামলা দায়ের করে রুপালী। যা সম্পূর্ন ভিত্তিহীন বানোয়াট সাজানো নাটক বলে সংবাদ সমম্মেলনে দাবী করেন নাজমুন নাহার।
নাজমুন নাহার আরো বলেন তিনি ভাড়াটিয়া হিসেবে পৌর শহরের দক্ষিণ বাজার ব্যবসায়ী তোফাজ্জলরে বাড়িতে ভাড়া থাকার সময় রুপালীর সাথে পরিচয় হয় । এক পর্যায়ে তাদের মধ্যে দাদন সুদে অর্থ লেনদেন হয়। বন্ধককৃত গহনা বিক্রি করে সমুদয় টাকা পরিশোধ করলেও চেক জালিয়াতির মামলা কাধেঁ নাজমুন প্রতারকের বিচার দাবীতে
১৬ মার্চ ২০২৫ রবিবার সকাল ১১.০০ টায় নালিতাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে সংবাদ সম্মেলন করেন। এসময় তার স্বামী রুকুনুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ ছত্রাজিতপুর ৪৭০ পিচ ইয়াবা সহ গ্রেফতার-২
Leave a Reply