মাসুদ রানাঃ জামালপুরের সরিষাবাড়ী রাওদাতুল আতফাল মাদ্রাসা’র হেফজ বিভাগের আবাসিক দুই শিক্ষার্থী একজন (১৩) অপরজন (১৪) বছর বয়সী শিক্ষার্থী কে বলাৎকার কারী বজলুর রহমান রানা (২৮) নামে এক হুজুর কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
গত শনিবার রাতে ঘটনাটি সরিষাবাড়ী পৌরএলাকার আরামনগর আলিয়া মাদ্রাসা সংলগ্ন রাওদাতুল আতফাল মাদ্রাসায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিভিন্ন পেশাজিবীদের মধ্যে নানা সমালোচনা ও ক্ষেভের সৃষ্টি হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা বলাৎকারকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাদ্রাসাটিকে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাদ্রাটির পরিচালক মাওলানা রুহুল আমীন এর মাধ্যমে জনতা দ্বারা কোন অপ্রিতীকর এড়াতে বলাৎকারকারী বজলুল রহমান রানা কে পুলিশের জিম্মায় নেন। পরবতীতে বাংলাদেশ সেনা বাহিনী সদস্যরা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ,গনমাধ্যমকর্মীদের সহযোগীতায় পুলিশ বজলুল রহমান রানা কে শনিবার (১৫ মার্চ) রাত বারটার দিকে সরিষাবাড়ী থানায় নিয়ে যায় পুলিশ।
বলাৎকারী বজলুর রহমান রানা দীর্ঘদিন ধরে তরল ঔষধ খাইয়ে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেছে বলে স্বীকার করেন তারা। ওই দুই শিশু শিক্ষার্থীকে গতকাল রোববার জামালপুর আদালতে ম্যাজিষ্ট্রেট এর নিকট জবানবন্দী দেওয়ার জন্য পাঠানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেকটর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বলাৎকারের ঘটনায় শিক্ষার্থী (১৩) এর মাতা ইতি আক্তার বাদী হয়ে বলাৎকারকারী সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বাচড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাওদাতুল আতফাল মাদ্রাসা’র সহকারী শিক্ষক বজলুর রহমান রানা কে প্রধান আসামী নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ওই দায়ের করা মামলায় বজলুর রহমান রানা কে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাদঁ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়া হিয়া আল মামুন ঘটনাস্থল পরির্দশন করেছেন।
আরও পড়ুনঃ নালিতা বাড়িতে চেক জালিয়াতি ও টাকা ছিনতাই মামলায় শিক্ষিকাকে হয়রানি প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
Leave a Reply