মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী রাউজান প্রতিনিধি: দক্ষিন রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান লাম্বুর হাট জামিউল উলুম হোসাইনিয়া হেফজখানা ও এতিমখানায় মাদরাসায় চাঁদাবাজী সন্ত্রাসীদের হামলা হয়েছে।
জানাযায়,১৮ মার্চ রাতে কথিত সন্ত্রাসী রা হামলা চালায়।
মাদরাসার বাউন্ডারি তে ওয়াল নির্মাণের জন্য এস্কেলেটর মাটি কাঁটার যন্ত্র আনা হয়।যখন মাটি খননের কাজ আরম্ভ করে তখন এলাকার কিছু কুলাঙ্গার চাঁদাবাজ সন্ত্রাসী হামলা চালিয়ে এস্কেলেটর ড্রাইভার কে আহত করে চাবি নিয়ে যায় এবং চাঁদা দাবী করে পরে খবর পেয়ে এলাকার লোকজন এসে জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
রাউজান উপজেলা হেফাজতের সভাপতি কেএম আলমগীর মাসউদ আবনগরী বলেন,জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষা বোর্ড চট্টগ্রাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার পক্ষ থেকে চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য ২৪ ঘন্টা আল্টিমেটাম দেওয়া হয়েছে।
এবং আগামীকাল কর্মসুচী ঘোষণা দেয়া হবে বলে জানিয়েন, সকল কওমী মাদরাসা ও রাউজান হেফাজতের সকল নেতৃবৃন্দ, কর্মী, সদস্য, সমর্থক এই ঈমানী আন্দোলনের সাথে যোগদান ও সম্পৃক্ত থাকার জন্য উদাত্তকণ্ঠে আহবান জানিয়েছেন।
আরও পড়ুনঃ রাজশাহীতে তাঁতি দলের ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি
Leave a Reply