তানিম আহমেদ নালিতাবাড়ি (প্রতিনিধি)
শেরপুরের নালিতাবাড়ীতে নির্মাণ শ্রমিকদের জন্য এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে সাভারের জালালাবাদ স্টিল লিমিটেড।
বুধবার (১৯ মার্চ) পৌর শহরের উত্তর বাজার মিঠুন ট্রেডার্সের তৃতীয় তলায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মেসার্স মোফাজ্জল এন্টারপ্রাইজের উদ্যোগে এবং মেসার্স মিঠুন ট্রেডার্স ও জনতা ট্রেডার্সের সহযোগিতায় আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় দেড় শতাধিক নির্মাণ শ্রমিক অংশ নেন।
ইফতার মাহফিলে জালালাবাদ স্টিল লিমিটেডের এরিয়া ম্যানেজার অমিত কুমার চন্দ্র, মেসার্স মোফাজ্জল এন্টারপ্রাইজের পরিচালক মাজহারুল ইসলাম লুটু, মেসার্স জনতা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক এবং মেসার্স মিথুন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও নালিতাবাড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আলমগীর কবির মিঠুন উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের জন্য উপস্থিত নির্মাণ শ্রমিকরা আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুন ঠাকুরগাঁওয়ে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
Leave a Reply