চট্টগ্রাম প্রতিনিধি:-ঋষিকেশ বড়ুয়া (৬০) নামে এক ব্যাক্তির খরিদা সম্পত্তি ও মায়ের প্রাপ্ত জায়গা জবরদখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত হৃদয় রঞ্জন বড়ুয়া, গ্রাম- লাখেরা, বড়ুয়াপাড়া বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ে করেছে। এতে বিবাদী করা হয় মোহাম্মদ আবদুছ সালাম (৫০), নাজিম উদ্দিন (৪৫) কে।
অভিযোগ সুএে জানায় যায়, বাদী নাইখাইন মৌজায় আমার মাতা ও
মাতার বোনের স্বর্গীয় পিতা ঠাকুর চন্দ্র কান্ত, জেঠা- অবলা কান্ত, কাকা প্রনয় কান্ত বড়ুয়া মরণে একমাত্র ওয়ারিশ লোকনাথ বড়ুয়া মরণে বাদী ও তার ভাইগণ এবং মাসিতভাইয়েরা ওয়ারিশ হিসেবে প্রাপ্ত আর,
এস ১৫৯০, ১৫৯১ ও বি,এস ২৬৮৫, ২৬৮৬ দাগে
আমি ও আমার অপর ভাইগণ সাড়ে ১৩ শতক ভূমি প্রাপ্ত হয়ে উক্ত ভূমি বিক্রয়ের
উদ্দেশ্যে বিগত ৬ মাস পূর্বে আবদুল মান্নান, পিতা- মরহুম হাজী আলতাপ মিয়া, গ্রাম-নাইখাইন, ফজু সাদার বাড়ী, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম নিকট টোকেন বায়না নামা মূলে
বিক্রয় করি। আবদুল মান্নান আমার নিকট বায়না গ্রহণ করে উক্ত নাল সম্পত্তি বালি দ্বারা ভরাট করে অভিজ্ঞ পরিমাপকারী দ্বারা পরিমাপ করে উক্ত সম্পত্তি জনাব আবদুল মান্নান
ঘেরাভাড়া দ্বারা সীমানা চিহ্নিত করেন এবং উক্ত ভূমির উত্তর পার্শ্বে বিবাদীগণ ও খতিয়ান ভূক্ত সকল অংশীদার চলাচলের জন্য ৭ ফুট রাস্তা রাখেন।
বর্তমানে বিবাদীগণের সম্পত্তি একই দাগ ভূক্ত হওয়ায়, বিবাদীগণের নাল জমি রাস্তা থেকে দূরে হওয়ায়, বিবাদীগণ
দূলোভের বশীভূত হয়ে দেশের প্রচলিত আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বিবাদীগণ চলাচল রাস্তার সাথে লাগোয়া আমাদের সম্পত্তি দখল করার কু-উদ্দেশ্যে এবং এলাকায়
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য গত ০৩/০২/২০২৫ ইংরেজি তারিখ দুপুর অনুমান ২ ঘটিকার সময় অজ্ঞাত নামা আরও ১০/১২ জন সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনীপ্রকৃতির লোক নিয়ে আমাদের ভূমিতে অনধিকার প্রবেশ করে বিবাদীগণ আমাদের জায়গায় ঘেরা-বেড়া ভাংচুর করে, সাইনবোর্ড উপড়ে ফেলে এবং এলাকায়
প্রকাশ্য-হুমকি ধমকি দিচ্ছে যে উক্ত সম্পত্তি তারা পাইবে এই নিয়ে বিষয়ে বাড়াবাড়ি করিলে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাইবে, মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করিবে হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করেন। বর্তমানে বিবাদীগণ উক্ত জায়গা জবরদখল নিতে ইট বালি কংক্রিট মৌজুদ করছেন বলে বাদী বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
আরও পড়ুনঃ রাজশাহীতে দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল
Leave a Reply