তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের সুনামধন্য পল্লী চিকিৎসক শ্রী আদিল চন্দ্র রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় তার নিজ বাড়িতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
শ্রী আদিল চন্দ্র রায় ছিলেন মোহনগঞ্জ ইউনিয়নের একজন সম্মানিত ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি পল্লী চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের সেবা দিয়ে এসেছেন। তার অকৃত্রিম সেবার মনোভাব ও জনহিতৈষী কর্মকাণ্ডের কারণে এলাকায় তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন। তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্বর্গীয় আদিল রায়
শ্রাদ্ধ অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী উপস্থিত হয়ে প্রয়াত শ্রী আদিল চন্দ্র রায়ের আত্মার শান্তি কামনা করেন। এসময় পুরোহিত শ্রী দিলীপ কুমার ভট্টাচার্য ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনা করেন। গীতা পাঠ করেন শ্রী নিমাই চন্দ্র রায়, শ্রী নয়ন চন্দ্র চক্রবর্তী, শ্রী নিপেন্দ্র নাথ চন্দ্র রায় ও শ্রী হরে কান্ত দাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রয়াত শ্রী আদিল চন্দ্র রায়ের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, “তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, বরং মানুষের সেবায় নিবেদিত প্রাণ ছিলেন। তার অবদান এলাকার মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
উল্লেখ্য, শ্রী আদিল চন্দ্র রায়ের মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার চিরশান্তি কামনা করেছেন। শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেওয়া সকলে তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শ্রী আদিল চন্দ্র রায়ের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় ধর্মীয় উপাচার শেষে প্রসাদ বিতরণ করা হয় এবং দুঃস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
Leave a Reply