জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ কক্সবাজার টেকনাফ হ্নীলা ইউনিয়ন পূর্বপানখালী রান্না ঘরের চালে’র টিন কেটে চুরির ঘটনা ঘটেছে।
প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ ভুক্তভোগী পরিবারে,গত ২০শে মার্চ রাত আনুমানিক ১২টার দিকে চুরির ঘটনা ঘটে বলে ধারনা করেছে ঔবাড়ীর গৃহকর্তা মোঃ কামাল।তিনি জানান ১৯ শে মার্চ স্ব-পরিবার মিলে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় কারণে বাড়িঘর ফাঁকা ছিলো,সেই সুযোগে চুর তার বাড়িতে ডুকে আলমিরার তিনটি তালা ভেঙে ভেতরে সংরক্ষিত ছয়ভরি স্বর্ণ অলংকার ও জুয়েলারি দোকানের ৫ ভরি স্বর্ণের রশিদ নিয়ে যায়।
ঘটনার দুদিন পর ঘরে ফিরে পরিবারের লোকজন হৈইচই করলে তারা গিয়ে দেখেন রান্না ঘরের ওপরের টিন কাটা এবং ঘরের আলমিরার ভাঙচুর লণ্ডভণ্ড ঘরের জিনিসপত্র রক্ষিত স্বর্ণালংকার নেই।
ঘরের গৃহকর্তা মোহাম্মদ কামাল বলেন,ঘরের দরজা জানালা বন্ধ করে বন্ধ করে পরিবারের সবাই মেযের বাড়ি বেড়াতে যাই,এ দুইদিন পর বাড়ি ফিরে এসে দেখি রান্না ঘরের ওপরের টিন কাটা।পরে ঘরে দেখি সব জিনিসপত্র অগোছালো সব চুরি হয়ে গেছে তার ধারণা ২০শে মার্চের দিকে চুরির ঘটনা ঘটে। আমার সংসার চালানোর ব্যবসায়ার টাকাও ছিল প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।
’তিনি আরও বলেন সম্প্রতি বেড়েছে চুরের ব্যাপক তাণ্ডব এভাবে হতে থাকলে গণহারে বেড়ে যাবে ডাকাতির ঘটনাও এলাকার ছিটকে চোরগুলোকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’‘চুরি হওয়ার ঘটনা স্থানীয় লোকজন জানান ঘটনাস্থলে আসে দেখেন রান্না ঘরের ওপরের টিন কেটে স্বর্ণ ও মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে চুর ঘটনায় এলাকার জুড়েই চাঞ্চল্যকর শুরু হয় চুর ছিনতাই ডাকতি প্রতিরোধ নিরাপত্তার জোরদার জরুরী, বিষয়টি প্রশাসনের দৃষ্টি গোচর করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান স্থানীয় লোকজন
Leave a Reply