গত ১ এপ্রিল ২০২৫ ইং তারিখে বিভিন্ন ফেসবুক, অনলাইন ও প্রিন্ট পত্রিকায় “শ্লীলতাহানি, নারী ও শিশু নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা—৪ সমন্বয়কের নামে মামলা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের মধ্যে আমাদের দুইজনের নাম—আশা ও নিশাতকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার দিন আমরা রাজিবপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে শিবেরডাঙ্গী নয়াপাড়া এলাকায় পৌঁছানোর পর কিছু লোকের হট্টগোল দেখতে পাই। পরিস্থিতি বিবেচনায় আমরা দ্রুত সেখান থেকে চলে যাই এবং কোনোভাবেই সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।
আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে একটি কুচক্রী মহল মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। এতে আমাদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাই, তারা যেন যথাযথ তদন্ত ও প্রকৃত সত্য যাচাই না করে কোনো বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করে।
আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি, অবিলম্বে এ সংক্রান্ত ভুল তথ্য সংশোধন করে প্রকৃত সত্য প্রকাশ করুন ।
আশা ও নিশাত
Leave a Reply