দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান বাবলা (বয়স ৫৫) আজ ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার সন্ধ্যায় দিনাজপুর পুরাতন ৬ নং উপশহরস্হ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
মনিরুজ্জামান বাবলা এক সময়ের বহুল প্রচারিত জাতীয় “দৈনিক খবর” পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি দিনাজপুরের “দৈনিক উত্তরা” পত্রিকার স্টাফ রিপোর্টার এবং বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতায় সরাসরি নিযুক্ত ছিলেন। মনিরুজ্জামান বাবলা “সাপ্তাহিক ফলোআপ” পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকেই আজাবধি বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ১৯৯৩ সাল থেকেই জাতীয় সাংবাদিক সংস্হা এবং জাতীয় সাংবাদিক সোসাইটির দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন।
আজ ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার রাত ১০টায় পুরাতন ৬ নং উপশহরস্হ কাঁটা ফ্যক্টরী সংলগ্ন জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে তার মরদেহ তার পৈতৃকভিটা গাইবান্ধা শহরে নেওয়া হবে এবং আগামীকাল বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পিতামাতার কবরের পাশে তাকে চির সমাহিত করা হবে।
অত্যন্ত সদালাপী, মৃদুভাষী, পরোপকারী এবং বিশিষ্ট সমাজসেবী মনিরুজ্জামান বাবলা মৃত্যুকালে স্ত্রী, ১ সন্তান, ৪ বোন, ৩ ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
উল্লেখ্য, মনিরুজ্জামান বাবলা দু’বার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফুসফুসে ইনফেকশন জনিত কারণে আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেন।
Leave a Reply