জামালপুরের বকশীগঞ্জে “মানুষ মানুষের জন্য, মানবতার সেবাই তারণ্য” শ্লোগান নিয়ে তরুন প্রজন্ম সংসদ এর উদ্যোগে ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শুক্রবার সকালে বকশীগঞ্জ সরকারী গণগ্রস্থগার সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী। এসময় বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার, বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদের সহসভাপতি তৈয়বুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মাহবুব শিশির , মোস্তাসিম বিলাহ, মোশারফ হোসেন মিরাজ, পারভেজ হাসান, রকিবুল হাসান, আল আরিফ, সুমন মিয়া, রাজু মিয়া, সোলাইমান হক শাকিল ও শামসুর রহমান প্রমুখ।
উলেখ্য, বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ ইতোপূর্বে বিভিন্ন দুর্যোগেও নিজেদের অর্থায়নে মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Leave a Reply