মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।
শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া মসজিদ ও বাজারটি সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।
বাজারের চৌরাস্তার পার্শ্বে মসজিদে গিয়ে মুসুল্লিরা নামাজ পড়তে পারছেনা যুবদল নেতা শ্যামল ও বাবলু অবৈধভাবে ঘর নির্মাণ করে এই সমস্যার মধ্যে ফেলেছে মসজিদে যাতায়াত করা মুসুল্লীদের কে।যাতায়াত করার জায়গায় একটি ছাপড়া ঘর নির্মাণ করার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
যত্রতত্র রাস্তার পাশে অটোরিক্সা পার্কিং ও কুরুয়া বাজার মসজিদ রোডের পার্শ্বে অবৈধ দখলদারদের কারণে এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এলাকার মুসুল্লিরা জানান, মসজিদে যাওয়ার রাস্তাটি বন্ধ করে রেখেছেন নামাজ আদায় করতে মুসুল্লিদের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।
এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীসহ মুসুল্লিগণ জেলা ও উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সু-দৃষ্টি কামনা করেছেন।
আরও পড়ুন মান্দায় গভীর নলকূপ নিয়ে বিরোধের জেরে অতর্কিত হামলা ; আহত ৩
Leave a Reply