বিশেষ প্রতিনিধি:ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ৩নং কাঠাঁল ইউনিয়নের বনগ্রাম গ্রামের আব্দুল কাদের এর ছেলে বিবাদী হেলাল উদ্দিন এর বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের নামজারী কর্মকর্তা আরিফ রাব্বানীর অভিযোগে,জানা যায় গত ২২ জুন ২০২৩ দুপুর বেলা অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নাম্বার-০১৯১৮-৯৭৩০০১ ও ০১৯৭৮-৬৫২২৮০ হতে সহকারী কমিশনার (ভুমি),ত্রিশাল ময়মনসিংহের সহকারী মোবাইল নাম্বার ০১৭৩৩-৩৭৩৩৩ তে কল করে নিজেকে একান্ত সচিব-১ হিসেবে পরিচয় দিয়ে ত্রিশাল থানাধীন রামপুর মৌজার ২৯১৭৯৭১ নং নামজারি জমা খারিজটি মঞ্জুর করার জন্য জোর সুপারিশ করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, ত্রিশাল থানাধীন রামপুর মৌজার ২৯১৭৯৭১ নং নামজারি জমা খারিজটি পর্যালোচনা করে দেখা যায় উক্ত নামজারি জমা খারিজের জমিটি ত্রিশাল থানাধীন রামপুর মৌজার দাগ নং এস এ- ৯৫৭,বি আর এস-২৩০৫১,দাগটি ত্রিশাল উপজেলা ভূমি অফিসের জমির একই দাগের অর্ন্তভূক্ত।
এমতাবস্থায় ২৬ জুন দুপুর আনুমানিক ৩ টায় বিবাদী হেলাল উদ্দিন ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি ) অফিস কার্যালয়ে এসে সহকারী কমিশনার (ভূমি ) এর নিকট জানতে চান রামপুর মৌজার ২৯১৭৯৭১ নং নামজারি জমা খারিজটি মঞ্জুর করার জন্য প্রধানমন্ত্রী একান্ত্র সচিব-১ ফোন করে ছিলেন কিনা এবং নামজারি জমা খারিজটি মঞ্জুর করার জন্য জোর সুপারিশ সহ প্রধানমন্ত্রী একান্ত্র সচিব-১ এর প্রভাব খাটান।
তখন ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন প্রধানমন্ত্রী একান্ত্র সচিব-১ মহোদয় পবিত্র হজ্জ্ব পালনের জন্য গত ইং- ২২ জুন ২০২৩ তারিখের পূর্ব হইতে বর্তমান সময় সৌদি আরবে অবস্থান করছেন।
এছাড়াও বিবাদী হেলাল উদ্দিন ২৬ জুন ২০২৩ তারিখ দুপুরে ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) অফিসে এসে অবৈধ তদবীরের মাধ্যমে খারিজ পেতে চাপ প্রয়োগ করলে সন্ধেহাতিদ ভাবে তার পরিচয় জেনে তাকে আটক করে ত্রিশাল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন বিষয়টি নিয়ে তদন্ত্র করা হচ্ছে, পরবর্তীতে আপনাদের জানানো হবে ।
Leave a Reply