রাণীশংকৈল
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
“শেখ রাসেল দীপ্তিময়
নির্ভীক নির্মল দুর্জয়”
এই প্রতিপাদ্যকে ধারণ করে,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৮অক্টোবর) সকাল ৯টায় রাণীশংকৈলে শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, কুইজ, চিত্রাংকন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা নেজামুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply