ধোবাউড়া ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জুয়েল আরেং এর পক্ষে জনসভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গোয়াতলা স্কুল মাঠে এই জনসভা হয়েছে। সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ জুয়েল আরেং। অন্যান্যদের মাঝে ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য রেমন্ড আরেং,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফারুক আহমেদ খান, সদস্য মৃর্ণাল মুর্মু, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সহ সভাপতি আঃ মোতালেব আকন্দ,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড.হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য জালাল উদ্দিন সোহাগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। জনসভায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার ভোট দেওয়ার আহবান জানান বক্তরা।
Leave a Reply