ইসলামপুর (জামালপুর)প্রতিনিধি
গত মঙ্গলবার (২৮ জুন) দুপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তানভীর হাসান রুমান ভয়াবহ ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন রোধে বালুর বস্তা ডাম্পিং এর উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মোর্শেদুর রহমান খান মাসুম, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায়, ভাঙন রোধে ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আফিজুর রহমান জানান, ১২০ মিটার এলাকা নদী ভাঙন রোধে ১৭৫ কেজি ওজনের ৮ হাজার বালুর বস্তা ডাম্পিং করা হবে।
এর ফলে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মুহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন, দ্বিতল মসজিদ,
অসংখ্য ঘরবাড়ি, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ ইসলামপুর-বকশিগঞ্জ উপজেলার আন্তঃউপজেলা সংযোগ সড়ক ভাঙন থেকে রক্ষা পাবে বলে জানান ।
আরও পড়ুন ঝিনাইগাতীর জরাজীর্ণ বেড়ীবাঁধ পরিদর্শ করলেন ইউএনও ফারুক আল মাসুদ
Leave a Reply