মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের হাজ্বি অছি আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এর সঞ্চালনায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের,সাবেক উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু,যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাহ আলম,ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।সভায় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply